অচেনা পৃথিবী : Mithu Chaudhuri
আজ বিকেলের মেঘে বৃষ্টি হবে কি না
তাই নিয়ে কথা হবে
আজ দুপুরের ফোন কেনই আসেনি
সে-ও খুব ঘোর আলোচনা।
আমি ভিজে রাস্তায় হাঁটি
তুলোট কাগজে লেখা নাম খুঁজে
হয়রান হই।
এতটা যে ছিঁড়ে গেছে
বেঁধে রাখা সুরের আসর
জানতে অনেক দিন কেটে গেল।
অনেক অনেক রাত পার করে
জানা হল নিভে গেছে আলো।
সান্ধ্য আসরে যেই তারাদের
বাতিওয়ালা বলে জানা যায়
আসলে তারা যে মৃত বাহকের দল
এ খবর জেনেও না জানা।
তুমি জানো কি না জানা নেই
না বলেই ঝড় আসে
না ভেবেই ভেঙে যায় ঘর
স্তুপের ওপরে কিছু ফুল ফোটে
কিছু ফুল মাঠে ঝরে যায়
দিন কাটে, তবু দিন কাটে
বোকা দিন মিছি মিছি
কার্পেটে ধুলো ঢেকে দেয়
আমাদের গভীরতা তরল মেঘের
ক্রমশই টলমল।
আজ বিকেলের মেঘে ভেজা যাবে কি না
আলোচনা এ বিষয়ে
দুপুরের ফোন নিয়ে
রাত তক কামনা তুমুল।
ভিজে রাস্তায় হাঁটি
ঝরে পড়ে এলানো বকুল
তুলোট কাগজে লেখা নাম খুঁজে
হয়রান হই।
এতটা যে ঘুরে গেছে চেনা পথ
ছায়া ঢাকা দেশ
জানতে অনেকখানি দেরি হল।