জন্ম নিলো মোর ছোট্ট ডার্লিং : Ashis Basu
জন্ম নিলো মোর ছোট্ট ডার্লিং
বেজায় খুশি মনযে আজ
মেয়ের কোল করলো আলো
তখন দুপুর একটা পাঁচ –
দাদুর বয়েস সাড়ে পাঁচ হল
চেয়ে ছিলাম আমি তাই
নাতনি ডার্লিং আসুক একটি
বুড়ি বউকে দেব বিদাই-
টুকটুকে তার ফরসা রং
খেলছে নেড়ে পা আর হাত
আমার মনও উঠছে নেচে
বসেছে আজ চাঁদের হাট-
চাইছি বন্ধু সবার কাছে
করুন তাকে আশীর্বাদ
সদাই যেন সুস্থ থাকে
চাইনা কোন রাজ পাট……………
আশীষ বসু
২৫/১১/২০১২