ডুব দিতে চাই কাজলা দিঘিতে : Ashis Basu
ডুব দিতে চাই কাজলা দিঘিতে
তোমার নয়ন মাঝে
তোমার কথাই ভাবি সারা দিন
সকাল দুপুর সাঁঝে –
অধরে তোমার একে দিতেচাই
আমার প্রেমের টিকা
মনেতে আমার অধীশ্বরী দেবী
নওগো তুমি বালিকা-
তোমার অঙ্গ সুবাসে আমায়
করেযে মাতাল সম
ভালবেসে আমি ভুলেছি সব
ভঙ্গে গেছে সংযম –
আমি গিয়ে দেখি ভিখ মাঙ্গিবারে
ঈশ্বর কাছে তোমায়
তিনিও দেখি তোমার লাগিয়া
ধ্যানস্থ হয়ে সেথায় …………
আশীষ বসু
২৪/১১/২০১২