ভবঘুরে মন : Ashis Basu
কোথায় যেন মনটা হারায়
অচিন কোন পথে
কার খোঁজে সে ভবঘুরে
জানতে পারিনা যে –
সুধাই তারে কয়না কথা
উদাস চোখে দ্যাখে
কোথায় যেন বাজে ব্যথা
তাও সে চেপে রাখে-
বাঁধতে নারি তারে আমি
পালায় ছুটে কোথায়
ফাঁদ পাতলেও দেয়না ধরা
শ্রমটা করি বৃথাই-
বদ্দি খুঁজি গঞ্জে ও ঘাটে
পাইনা তারও দেখা
আমার হালও তথৈবচ
হয়ে ভীষণ একা –
ওরে ছেড়ে থাকতে নারি
গুন করেছে কে ওকে
তারেও আমি পাইনা খুঁজে
গাল পাড়ব যাকে ……………
আশীষ বসু
২১/১১/২০১২